• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মহিলার বুকে লাথি মেরে বিতর্কে জননেতা

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ১৫:৫২
আন্তর্জাতিক ডেস্ক

জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী মহিলার বুকে লাথি মারলেন জননেতা। এমন বিতর্কিত ঘটনায় শোরগোল পড়েছে ভারতের তেলেঙ্গানার রাজ্য রাজনীতিতে।

ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা মিস্টার গোপীর দিকেই উঠেছে অভিযোগের আঙুল। আক্রান্ত মহিলার পরিবারের তরফে ইতিমধ্যেই ওই জননেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত জননেতার জমিতে বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য মহিলার পরিবারের বিরুদ্ধেও পালটা অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন জননেতা মিস্টার গোপী। ইতিমধ্যেই লাথি মারার ভিডিও ভাইরাল হওয়ায় বেশ বিপাকে ওই জননেতা।

রোববার (১৭ জুন) ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নিজামাবাদের ধারপল্লি মণ্ডল এলাকায়।

জানা গেছে, মিস্টার গোপী স্থানীয় ইম্মাদি এলাকার একজন প্রভাবশালী নেতা। ১০ মাস আগে তার কাছ থেকেই জমি কেনে ওই মহিলার পরিবার। ৩৩ লাখ টাকার বিনিময়ে জমিটি কেনা হয়েছিল।

অভিযোগ, এরপর দশটা মাস কেটে গেলেও মহিলার পরিবার সেই জমির দখল পায়নি। দিন কয়েক আগে এ নিয়ে ওই জননেতার পরিবারের সঙ্গে বেশ বড়সড় বচসাই হয়ে যায় মহিলার আত্মীয়-স্বজনদের। তাতেও ঝামেলা মেটেনি। এদিন ফের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মিস্টার গোপীর বাড়িতে যান ওই মহিলা। কেনা জমির দখলিসত্ত্বের দাবিও করেন। এক কথা দু’কথায় শুরু হয়ে যায় বচসা।

সেই সময় আচমকাই জননেতাকে চপ্পলের আঘাত করেন ওই মহিলা। তারই পাল্টা হিসেবে আক্রমণকারী মহিলার বুকে লাথি মারেন ওই জননেতা। এমন আক্রমণের ঘটনা মোবাইলবন্দি হতেই ছড়ায় বিতর্ক। লাথি মারার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহিলার বুকে লাথি মারছেন জননেতা মিস্টার গোপী।

এদিকে পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট জমি বিক্রি হয়ে যাওয়ার পরেপরেই ওই এলাকায় প্রভূত উন্নয়ন হয়েছে। স্বাভাবিক ভাবেই জমির আকাশছোঁয়া দাম বেড়েছে। এজন্য, জমি হস্তান্তর করার আগে ওই মহিলার পরিবারের কাছে আরও ৫০ লক্ষ টাকা দাবি করেছেন মিস্টার গোপী। সপ্তাহ খানেক আগে এ নিয়েই শুরু হয় গন্ডগোল।

রোববার পরিবারের লোকজন নিয়ে গোপীর বাড়িতে চড়াও হন ওই মহিলা। বচসার সঙ্গে সঙ্গে চপ্পল খুলে গোপীকে আক্রমণ করেন তিনি। এরপরই পালটা আক্রমণে যান গোপী। থানায় তিনিও অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, জমিতে ঢুকে মহিলার পরিবার ভাঙচুর চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যারপরনাই অস্বস্তিতে কেসিআর সরকার।

মহিলা,ভারত,জননেতা,বিতর্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close