• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কানাডার গণিতবিদ জিতলেন অ্যাবেল পুরস্কার

প্রকাশ:  ২১ মার্চ ২০১৮, ১৪:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

কানাডার গণিতবিদ রবার্ট ল্যাংল্যান্ডস গণিতের নোবেল খ্যাত 'অ্যাবেল' পুরস্কার জিতেছেন। নরওয়ের অ্যাকাডেমি অব সাইন্স অ্যান্ড লেটার্স মঙ্গলবার অসলোতে বিজয়ীর নাম ঘোষণা করে। পুরস্কার হিসেবে ৮১ বছর বয়সী রবার্ট ল্যাংল্যান্ডস পাবেন ১ মিলিয়ন ডলার।

১৯ শতকে নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিয়েলস হেনরিক অ্যাবেলের সম্মানে অ্যাবেল পুরস্কার দেয়া হয়ে থাকে। ২০০৩ সাল থেকে গণিতে অসাধারণ অবদানের জন্য দেয়া হচ্ছে এ পুরস্কার। বলা হয়, রবার্ট ল্যাংল্যান্ডস গণিতকে পুনরায় আবিস্কার করেছেন। গণিতে তিনি নিজের তত্ত্ব দিয়ে বিপ্লব ঘটিয়েছেন। গণিতের বিভিন্ন শাখার মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন রবার্ট ল্যাংল্যান্ডস। সূত্র : দ্য স্টার

সম্পর্কিত খবর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close