• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিনাজপুরে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত, জনজীবন বিপর্যস্ত 

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক

টানা ক'দিনের বৃষ্টিতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে বের হতে পারছেন না কেউ। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা। গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই জেলায়, আরও ৫ দিন নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস।

সম্পর্কিত খবর

    আশ্বিন মাস শুরু হতেই চলছে টানা বর্ষণ। আকাশ মেঘাচ্ছন্ন, ঝরছে মুষলধারে বৃষ্টি। ঘরের বাইরে যেতে পারছে না মানুষ। শহরের বিভিন্ন স্থানে চোখে পড়ছে জমে থাকা বর্ষার পানি। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার উপক্রম। ব্যহত হচ্ছে লোকজনের কর্মযজ্ঞ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাদের আয় রোজগারের পথ বন্ধপ্রায়।

    হিলি চারমাথায় দাঁড়িয়ে থাকা ভ্যানচালক বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টি লেগেই আছে। বাড়ি থেকে বের হতে পারছি না। কিন্তু বের না হলে খাবো কি? আবার বাইরে এসে বসে আছি। লোকজন নেই, এ সময় তো ভ্যানে উঠে না কেউ।

    সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, সকাল থেকে দোকান খুলে বসে আছি কোনো কাস্টমার নেই। বর্ষায় মানুষজন আসতে পারছে না। বেচাবিক্রি কার কাছে করবো।

    দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ আসাদুজ্জামান জানান, গত শুক্রবার ২০ মিলিমিটার, শনিবার ২৩ মিলিমিটার ও আজ (রোববার) সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    তিনি আরও জানান, আগামী ৫ দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close