হবিগঞ্জে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) এবং বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।
সম্পর্কিত খবর
জানা যায়, ইকবাল ও রাফিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশের সামাদ মিয়ার পুকুরের পানিতে নেমে খুঁজলে একপর্যায়ে তাদের মরদেহ ভেসে ওঠে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, সদরাবাদ গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং আবেদন মঞ্জুর হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম