পাথরঘাটায় ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহতরা হলেন- কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর ও একই এলাকার শাকিব।
জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে সড়কে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল ছিটকে পরে যান। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে বারবার পাথরঘাটা থানার ওসির মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি সংযোগ কেটে দেন। তবে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা ওসিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে নিশ্চিত করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম