• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ১৩ মে ২০২৩, ২১:০০
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ার ঘটনায় ৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন অস্থায়ীভাবে মেরামত করলে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার আউলিয়ানগর রেল স্টেশনের কাছাকাছি পাটলী এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ায় রেললাইন ধসে গেছে -এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল বন্ধ করি। পরে একটানা ৫ ঘণ্টা চেষ্টা করে অস্থায়ী ভিত্তিতে রেললাইন মেরামত করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, এই রেললাইনটি যেকোনো মুহূর্তে আবারো ধসে যেতে পারে। তাই ধীর গতিতে ট্রেন চালাতে বলা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চলাচল,ট্রেন,রুট,ঢাকা-ময়মনসিংহ,ময়মনসিংহ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close