• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

প্রকাশ:  ০৯ মে ২০২৩, ১১:৫০
ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ রুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশালের আহম্মেদ বাড়ি এলাকায় একটি রেলব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট নাজমুল হক খান জানান, উপজেলার ফাতেমা নগর ও আউলিয়া নগর রেলস্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকার রেললাইনের একটি সেতুর সংস্কারকাজ চলছিলো। সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন ওই সেতুটি পার হওয়ার পর নিচের কিছু অংশের মাটি সরে যায়।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস যাওয়ার সময় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানো হয় এবং সংস্কারকাজ করা হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ ছিলো। সংস্কারকাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ময়মনসিংহ,চলাচল,ঢাকা-ময়মনসিংহ,রুট,ট্রেন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close