• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম 

প্রকাশ:  ০৬ মার্চ ২০২২, ১৫:০৫
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম।

রোববার (৬ মার্চ) হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকানগুলোতে কমেছে কাঁচা মরিচের সরবরাহ। এক সপ্তাহ আগেও প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা। আর এতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ।

ক্রেতারা বলছেন, বাজারে সব জিনিসের দাম বেড়েছে। সেই সাথে বেড়েছে কাঁচামালের দাম। কয়েকদিন আগেও ২৫/৩০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছি। অথচ এখন ৫০ টাকায় কিনতে হচ্ছে। আমাদের চলতে খুবই কষ্ট হচ্ছে। হিলি বাজারের কাঁচামাল বিক্রেতা কামরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। যার প্রভাবে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বেড়ে গেছে।

পূর্বপশ্চিম/এনজে/এসকে

কাঁকাঁচা মরিচ বেড়েছেদাম বেড়েছে, দাম,কাঁচা মরিচ,দাম,বেড়েছে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close