• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৩৫ বছর দাঁড়িয়ে আছে সড়কবিহীন ব্রিজ 

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২২, ১৬:১০ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:২১
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমশারা খালের ওপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন একটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় প্রায় ৩৫ বছরেও কাজে আসছে না ব্রিজটি।

জানা গেছে, ১৯৮৭ সালে বন্যার স্রোতে ব্রিজটির দুই পাড়ের মাটি সরে গিয়ে সংযোগ সড়কটি ভেঙে যায়। তারপরে সড়কটি আর মেরামত করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১৫ গ্রামের কয়েক হাজার মানুষ।

এলাকাবাসী জানায়, সড়ক না থাকায় স্থানীয় ছাত্র-ছাত্রীদের বর্ষাকালে দীর্ঘপথ ঘুরে স্কুলে যেতে হয়। ব্রিজটি নতুন করে মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে আর খোঁজ নেন না। বর্ষায় নৌকা অথবা কোমর পরিমাণ পানি পাড়ি দিয়ে পার হতে হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, আমশারা খালের ওপর একটি ব্রিজ দীর্ঘ ৩৫ বছর ধরে সংযোগ সড়ক না থাকায় পড়ে আছে। নির্বাচনী প্রচারণার সময় আমি সেটা দেখেছি। ১৫ গ্রামের মানুষের যাতায়াতের খুব কষ্ট হচ্ছে। আমি সবেমাত্র আমার দায়িত্ব পেলাম। আগামী মিটিংয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে ব্রিজটি নতুন করে মেরামতের বিষয়টি তুলে ধরবো।


পূর্বপশ্চিমবিডি/এএন

ঠাকুরগাঁও,সড়কবিহীন ব্রিজ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close