• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বগুড়ায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ 

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ১৬:৩০
বগুড়ায় প্রতিনিধি

বগুড়ায় অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর জিওসি ১১ পদাতিক ডিভিশন কর্তৃক কম্বল বিতরণ করেছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) জেলার গাড়ীদহ, মাগুরগাড়ী এবং হাটগাড়ী এলাকায় সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার গাড়ীদহ এলাকায় দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি। সেনাবাহিনীর কাছ থেকে নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত মানুষেরা।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ১১ পদাতিক ডিভিশন কর্তৃক সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


পূর্বপশ্চিমবিডি/জিএস

বগুড়া,সেনাবাহিনী,কম্বল বিতরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close