প্রথমার্ধে সমানতালে লড়ল বাংলাদেশ

লেবাননের চেয়ে র্যাংকিংয়ে ৭৯ ধাপ পিছিয়ে বাংলাদেশ। র্যাংকিং, শক্তিমত্তায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও কিংস অ্যারেনায় মাঠের লড়াই হয়েছে সমান-সমান। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ-লেবানন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র রয়েছে।
সম্পর্কিত খবর
ম্যাচের প্রথম দিকে বাংলাদেশ কিছুটা চাপে ছিল। লেবানন বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। লেবানিজদের উচ্চতায় বাংলাদেশের ফুটবলাররা খানিকটা খাবি খেয়েছে। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে ততই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে।
ফরোয়ার্ড রাকিব হোসেন আজকের ম্যাচে নেই কার্ড জটিলতায়। পুনরায় একাদশে ফেরা শেখ মোরসালিন আজ ভালো পারফরম্যান্সই করেছেন প্রথমার্ধে। ফাহিম-মোরসালিনের সমন্বয়ে বাংলাদেশ বাংলাদেশ কয়েকটি সুন্দর আক্রমণ রচনা করে।
মোরসালিন নিজে গোল যোগানের চেষ্টা করেছেন আবার নিজও সুযোগ পেয়েছিলেন। যদিও তিনি দুই দফায় মিস করেছেন। প্রথমার্ধের শেষ মিনিটে ফাহিমের পাসে বল পান মোরসালিন। প্লেস করে বল জালে পাঠাতে চেয়ে ব্যর্থ হন।৩৪ মিনিটেও মিস করেন আরেকটি সুযোগ। নয় মিনিটে মোরসালিনের বাড়ানো বল মিস করেন ফাহিম।
লেবানন বেশি আক্রমণ করলেও বাংলাদেশের মতো ওপেন সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের ইনজুরি মিনিটে টানা দু’টি কর্ণার আদায় করে লেবানন। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা প্রথমার্ধেই বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। ডিফেন্ডাররাও প্রথমার্ধে তেমন ভুল করেননি।