আজ অন্তর ও ডায়নার জন্মদিন

জল ও জোছনার শহর সুনামগঞ্জে জন্ম নিয়ে হাওরের নৌকাগুলোয় বসে বসে হাসন রাজা, শাহ আব্দুল করিম সহ অসংখ্য মরমী সাধকের গান শুনে শুনে প্রকৃতি আর সুন্দরকে ভালোবেসে বেড়ে উঠা হাওরপুত্র দোস্ত পীর হাবিব আর বরেন্দ্র ভূমির কন্যা, পদ্মা পাড়ে যার বেড়ে উঠা সেই আমাদের বন্ধু ডায়না নাজলীন।
যাদের প্রেম ও প্রনয়ের নান্দনিক প্রকাশ প্রকৃতি ঘেরা ক্যাম্পাস মতিহার সবুজের সৌন্দর্যকেও হার মানায়। যার সফল পরিনতি ১৯৯৩’তে মগবাজার কাজী অফিসের কাজী সাহেব চাংপাই রেস্টুরেন্টে বিয়ে পড়ে দিয়ে আর ধানমন্ডির মোহনা কমিউনিটি সেন্টারে বৌ-ভাতের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিয়ের অনুষ্ঠানিকতা।
সম্পর্কিত খবর
তারপর তাদের প্রেমের ফসল তাদের প্রাণের ধন ‘অন্তর’র জন্ম। আজ আকাশের তারা হয়ে যাওয়া বন্ধু পীর হাবিব ও ডায়নার প্রানের স্পন্দন ‘অন্তর’ বাবার জন্মদিন। কাকতালীয়ভাবে আজ অন্তরের মা আমাদের বন্ধু ডায়নারও জন্মদিন।
শুভ জন্মদিন অন্তর বাবা ও বন্ধু ডায়না।
জন্মদিনের নিখাদ শুভেচ্ছা। তোমাদের বাকি জীবন কাটুক সুখে-আনন্দে আর ভালোবাসায়। অন্তর তুমি সাফল্যের আকাশ স্পর্শ করো। ডায়না তুমি পুত্র-কন্যা নিয়ে সুখে ডুবে থাকো।
দীর্ঘায়ু হও। তোমাদের জন্য নিরন্তর শুভ কামনা।
(ফেসবুক থেকে নেওয়া)