• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি-জামায়াত এখনো বিদেশি শক্তির কাছে ধরনা দিচ্ছে : ইনু 

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

বিএনপি-জামায়াত এখনো রাষ্ট্রক্ষমতা পুনঃদখলের জন্য বিদেশি শক্তির কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকার উৎখাতের অপরাজনীতির চির অবসান হওয়া দরকার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে দলের প্রয়াত নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসির শোকসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবিলা করা, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা নির্মূল করা, কোনো অজুহাত না দেখিয়ে যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা, ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারেক-কোকোর পাচার করার টাকা ফেরত আনার মতো গত এক দশকে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রোজনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন এবং ওবায়দুর রহমান চুন্নু, শফিকুল ইসলাম দুলাল, শফিয়ার রহমান, সঞ্চিতা সুলতানা কণা, মোখলেছুর রহমান মুকুল, আইয়ূব আলী খান, জাকিরুল হক টিটন, সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

ইনু,বিএনপি-জামায়াত,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close