• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অবরোধ শুরু, যাত্রী পাচ্ছে না দূরপাল্লার পরিবহনগুলো 

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২৩, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার (১২ নভেম্বর) রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বেশিরভাগ গণপরিবহন। এছাড়া সকাল থেকে দেখা যায়নি যাত্রীদেরও তেমন আনাগোনা।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত টার্মিনাল থেকে একটি বাসও ছেড়ে যায়নি। বেশিরভাগ বাস কাউন্টারই ছিলো বন্ধ। এছাড়া যারা কাউন্টার খুলে রেখেছেন, তারাও যাত্রী সংকটে অলস সময় পার করছেন। যাত্রী না থাকায় কাউন্টার খোলা রেখে এদিক-ওদিক ঘোরাঘুরি করছেন কাউন্টার সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে ‘হামলা, হত্যা, গ্রেপ্তারের’ প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। সর্বশেষ আজ থেকে চতুর্থ দফা ৪৮ ঘন্টার কর্মসূচি পালন করছে তারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিবহন,অবরোধ,যাত্রী,দূরপাল্লা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close