• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

সালমান খান আত্মহত্যা করতে চেয়েছিলেন! 

প্রকাশ:  ২২ মার্চ ২০২২, ১৬:১২ | আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬:২৪
বিনোদন ডেস্ক

বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা এটা প্রমাণ করেই বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হয়ে এখনো দর্শক মাতাচ্ছেন সালমান খান। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও পর্দায় তার উপস্থিতি ঝড় তোলে সহস্র তরুণীর হৃদয়ে। সবসময় দর্শকদের ভালো থাকার পরামর্শ দিলেও তিনিই একসময় করতে চাইতেন আত্মহত্যা! একসময় বলিউডের এই সুপারস্টার শিকার হয়েছিলেন আত্মহত্যা রোগের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সুপারস্টার আত্মহত্যা করতে চেয়েছিলেন। মূলত ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ রোগের শিকার হয়েছিলেন তিনি। যাকে বাংলায় বলা হয় ‘আত্মহত্যার রোগ’। কারণ এই রোগে এতটাই যন্ত্রণার শিকার হন রোগী যে একসময় তার মনে হয় আত্মহত্যাই হয়ত একমাত্র যন্ত্রনামুক্তির পথ। আর নিজের মুখেই সেকথা বলেছিলেন সালমন খান।

সালমান বলেন, এ রোগে আক্রান্ত হওয়ার পর সারা মুখজুড়ে অসহ্য যন্ত্রণা হতো। ঠিকমতো মুখ খুলতে পারতাম না। কথা বলতে পারতাম না ভালোভাবে, জড়িয়ে যেত। গলার স্বর ভেঙে গিয়েছিল। সবাই ভাবতে শুরু করেছিল আমি মদ্যপান করা শুরু করেছি। কিন্তু আমি মদ্যপান করতাম না।

এই মুহূর্তে সালমানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে 'কভি ইদ কভি দিওয়ালি' এবং আগামী বছর ইদে মুক্তি পাবে 'টাইগার ৩'।

পূর্বপশ্চিমবিডি/এনজে

মোস্ট এলিজিবল ব্যাচেলর,সালমান খান,সুপারস্টার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close