• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

মুজিব আদর্শের চেতনায় শহীদুজ্জামান সেলিম  

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ১৮:৪৭ | আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:৫৯
বিনোদন ডেস্ক

১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বিশেষ এই দিনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মুজিব আদর্শের নাটক ‘চেতনা’। ১৭ মার্চ রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

নাটকটি রচনা করেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।

নাটকের কাহিনি প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কেউ যদি বুকে ধারণ করে নিজেকে দেশসেবায় নিয়োজিত করেন তাহলে দেশে কোনো অনিয়ম ও দুর্নীতি বাসা বাঁধবে না। বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। তখনই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে দেশ। এই নাটকের মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকরা গ্রহণ করলে সেটাই হবে নাটকের স্বার্থকতা।

পূর্বপশ্চিমবিডি/এনজে

শহীদুজ্জামান সেলিম,বঙ্গবন্ধু,জাতির পিতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close