• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১৭:২০
নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কিছু ভাবছে না সরকার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ২-১ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসব।

এদিকে দেশে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গত ১০ থেকে ১৬ জানুয়ারি অবধি এই ছয়দিনে ক‌রোনা রোগী বেড়েছে প্রায় ১৭ হাজার। এর আগের সপ্তাহে আক্রান্ত হয়েছিল ৭ হাজার ২৩৪ জন। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৩১ দশমিক ৯ শতাংশ।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর গত এক সপ্তাহে ক‌রোনার কার‌ণে ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। তাদের ম‌ধ্যে ৭৩ দশমিক ৮০ শতাংশ অর্থাৎ ৩১ জন টিকা নেননি ব‌লেও জা‌নি‌য়ে‌ছে অধিদপ্তর। বাকি ১১ জন করোনার টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে ৯ জন দুই ডোজ, বাকি ২ জন নি‌য়ে‌ছেন প্রথম ডোজ।

পূর্বপশ্চিম/এসকে

শিক্ষাপ্রতিষ্ঠান,শিক্ষামন্ত্রী,ডা. দিপু মনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close