• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

একাদশে ভর্তির আবেদন ১৫ লাখ ৭৯৫ টি 

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২২, ১৯:৫৬ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২০:০২
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১৫ লাখ ৭৯৫ জন শিক্ষার্থী অনলাইন আবেদনে করেছেন।

শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৫ লাখ ৭৯৫টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে প্রায় ৯০ লাখ কলেজ নির্বাচন করা হয়েছে। আমাদের প্রত্যাশার বেশি প্রথম ধাপে আবেদন জমা হয়েছে। গত ১১ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বেশি আবেদন এসেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শক বলেন, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হবে না। তার মধ্যে একটি অংশ কারিগরিতে ভর্তি হবে। কেউ কেউ মেডিকেল ডিপ্লেমা, কৃষিতে ভর্তি হবে। তারপরও কেউ কেউ ভর্তির বাইরে থাকবে। স্বাভাবিক কারণে কিছু শিক্ষার্থী ঝড়ে পড়বে। তবে তিন ধাপে সারাদেশে চলতি বছর ও আগের বছরে পাস করা ২০ লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারে।

প্রসঙ্গত, সরকারি-বেসরকারি কলেজ-মাদারাসায় গত ৮ জানুয়ারি থেকে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ ছিল।

পূর্বপশ্চিম- এনই

একাদশে ভর্তি,একাদশে ভর্তির আবেদন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close