• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্টপ দ্য ওয়ার: রাশিয়ার সংবাদমাধ্যমে সাইবার হামলা 

প্রকাশ:  ০১ মার্চ ২০২২, ০১:৩৫ | আপডেট : ০১ মার্চ ২০২২, ০১:৪৭
পূর্বপশ্চিম ডেস্ক

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং বেলারুশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকাররা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রধান পেজগুলো হ্যাক করে সেখানে লিখেছে ‘স্টপ দ্য ওয়ার’। অ্যানোনিমাস হ্যাকাররা ওয়েবসাইটগুলো হ্যাক করে বলে দাবি করেছে।

সোমবার (২৮ ফেব্রয়ারি) সকাল থেকেই এই সাইবার হামলা চলে। ওয়েবসাইট হ্যাক করা রাশিয়ান সংবাদ প্রতিষ্ঠানগুলো হলো তাস, কমার্স্যান্ট, আরবিকে, ইজভেস্টিয়া ও ফন্টাঙ্কা। এ ছাড়া বেলারুশের বেশ কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাক করে অচল করে দেওয়া হয়।

সাইটগুলোর মূল পাতায় ‘নির্বিকার সাংবাদিকদের পক্ষ থেকে নয়’ জানিয়ে অ্যানোনিমাস রাশিয়ার জনগণের জন্য বিভিন্ন বার্তা দিয়েছে। ‘প্রিয় নাগরিকবৃন্দ’ সম্বোধন করে তারা বলেছে, এই পাগলামি বন্ধ করুন। সন্তান এবং স্বামীদের নিশ্চিত মৃত্যুর দিকে পাঠাবেন না।

তারা আরও বলেছে, আমরা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তারা তেল এবং গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। কয়েক বছরের মধ্যে আমরা উত্তর কোরিয়ার মতো বাস করবো। আমাদের সেটা কেন দরকার? পুতিনকে পাঠ্য বইয়ে জায়গা দিতে? এটা আমাদের যুদ্ধ নয়, চলুন এটা বন্ধ করি।

পূর্বপশ্চিম- এনই

সাইবার হামলা,রাশিয়া,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close