• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবিতে ছাত্রদল কর্মীকে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৪০
ঢাবি প্রতিনিধি

ঢাবিতে সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা আবু ইউনুসের বিরুদ্ধে। মারধরের শিকার ছাত্রদল কর্মী মেহেদি হাসান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবু ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের ১নং সাংগাঠনিক সম্পাদক।

মেহেদি হাসান বলেন, রোববার (১৮ নভেম্বর) দুপুরে মিডটার্ম পরীক্ষা শেষে ডাকসুর পাশে আমতলা হয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আবু ইউনুস তাকে ডেকে নিয়ে যায়। তখন তার সাথে আরও ১০/১৫ জন ছিলো। এরপর তাকে এলোপাথাড়ি মারধর করে সাথে থাকা আইডি কার্ডসহ মানিব্যাগে থাকা টাকা নিয়ে নেয়।

মেহেদি হাসান আরও বলেন, এসময় আমাকে তারা ছাত্রদল সম্পর্কীত বিভিন্ন প্রশ্ন করে। ছাত্রদল করে এবং হলে থাকে এমন পাঁচজনের নাম বলতে বলে। এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আবু ইউনুস বলেন, ওকে আমি বা আমরা কিছুই করিনি। ও মধুর ক্যান্টিনে এসেছিলো। চেইন অব কমান্ড অনুযায়ী প্রথম বর্ষের কেউ মধুর ক্যান্টিনে আসে না বিধায় ওকে আমি চলে যেতে বলেছি। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রক্টর গোলাম রাব্বানির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়টি শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কাজ একদমই কাম্য নয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

/আরিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়,ছাত্রদল,ছাত্রলীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close