• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ভারতীয় ওয়ান শুটার গান উদ্ধার

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৪টি ভারতের তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয় ১২টায় শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া নলডুবি সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন সদরে বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় ৫৯’বিজিবি অধিনায়ক লে.কর্নেল এসএম সালাহ উদ্দিন বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ও বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওনের গোয়েন্দা প্রধান লে.কর্ণেল তৌফিক আহমেদ চৌধুরীর নেতৃত্বে রাতে অভিযান চালানো হয়।

অভিযানে ‘কতিপয় সন্ত্রাসী’ কর্তৃক চোরাই পথে বাংলাদেশে আনা ওই সব ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তিনি বলেন, অস্ত্রগুলি শিবগঞ্জ থানায় জমা করে এ ব্যাপারে মামলা করা হবে।

/পি.এস

চাঁপাইনবাবগঞ্জ,উদ্ধার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close