• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিষপানে সন্তানসহ মায়ের আত্মহত্যা

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১২:০৭ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১২:১০
বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে স্বামীর ওপর অভিমান করে বিষপানে ছয় মাসের শিশু সন্তানসহ মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মা শান্তা বেগম (১৯) ও শিশু সন্তান শামীম হোসেন বাবু (৬) মারা যান। শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধারের পর শজিমেক মর্গে প্রেরণ করেছে।

বগুড়ার শেরপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার স্বামী মামুনুর রশীদের ওপর অভিমান করে শান্তা বেগম নিজে ও তার ছয় মাসের শিশু সন্তান বাবুসহ বিষপান করেন। পরে ঘটনাটি জানাজানি হলে দুপুরের দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর সন্ধ্যার পর মা ও ছেলে মারা যায়।

সম্পর্কিত খবর

    বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান লিংকন জানান, মা ও ছেলের অবস্থা খুব খারাপ হওয়ায় তাদের বগুড়ার শজিমেকে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

    বগুড়ার শজিমেক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, শজিমেক হাসপাতালে আসার পর জরুরি বিভাগে কমর্ররত চিকিৎসক মা শান্তা বেগম ও শিশু সন্তান বাবুকে মৃত ঘোষণা করেন।

    বগুড়ার শেরপুর থানার ওসি হুমায়ূন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলের ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close