• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোলায় ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৩:২০
ভোলা প্রতিনিধি

ভোলায় ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামরাসহ ঝন্টু চন্দ্র দাস (২৭) নামের এক হোটেল কর্মচারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আটক ঝন্টু চন্দ্র দাস ভোলা পৌরসভা ৫নং ওয়ার্ডের অমল চন্দ্র দাসের ছেলে ও ভোলা শহরের হোটেল আলাউদ্দিনের কর্মচারী।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বোরহানউদ্দিন থানার এসআই জ্ঞান কুমার, এএসআই হুমায়ুনসহ থানা পুলিশের একটি টিম ভোলা-চরফ্যাশন মহাসড়কের উদয়পুর রাস্তায় মাথা এলাকায় অভিযান চালায়।

এসময় ভোলার হোটেল আলাউদ্দিনের কর্মচারী ঝন্টু চন্দ্র দাসকে ১১০ কেজি হরিণের মাংস ও হরিণের চামরাসহ আটক করা হয়। এসময় হোটেল মালিক আলাউদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, আটককৃত মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

/পি.এস

ভোলা,হরিণের মাংস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close