• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র কিনলেন যারা

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৮:১৯ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:৩০
রাজশাহী প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হচ্ছে সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। দলের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৪ নভেম্বর।

সম্পর্কিত খবর

    তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে এবার নৌকার মাঝি হতে রোববার (১১ নভেম্বর) পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন আওয়ামী লীগ নেতা।

    রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন (জাতীয় সংসদের ৫২ নম্বর আসন): এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নয়জন। এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    এছাড়া রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, মুণ্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান রবু, মকবুল হোসেন, গোদাগাড়ীর পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব জেমস এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজমুল ইসলাম রয়েছেন এ তালিকায়।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close