• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রতিপক্ষের বার্স্ট ফায়ারে জেএসএস সংস্কারের কালেক্টর নিহত

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১০:০৪ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১০:০৭
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের বার্স্ট ফায়ারে জেএসএস সংস্কারের (এমএন লারমা গ্রুপ) কালেক্টর বাইজ্যাবালা চাকমা ওরফে রাজা চাকমা (৪৫) নিহত হয়েছেন। বাইজ্যাবালা লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার বীরেন্দ্রনাথ চাকমার ছেলে। তিনি ওই উপজেলার এমএন লারমা গ্রুপের কালেক্টর হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে উপজেলার লংগদু ইউনিয়নে এ বার্স্ট ফায়ারে ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    জানা যায়, রাতে বাইজ্যাবালা সংগঠনের কাজ শেষ করে একই ইউনিয়নের বান্দুরতলা গ্রামে শান্তিময় চাকমার বাড়িতে ছিলেন। এসময় প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে বাইজ্যাবালাকে বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    এ ঘটনার জন্য স্থানীয় জেএসএস সংস্কার ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ি করেছে। তবে স্থানীয় ইউপিডিএফ এ ঘটনার কথা অস্বীকার করেছে।

    লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (পিপিএম)জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারের কাজ করছে।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close