• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বড়পুকুরিয়া দুর্ঘটনায় এক চীনা শ্রমিক নিহত

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১৫:১৫
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উপরিভাগে কয়লার সার্ফেস্কে বেল্ডে কাজ করার সময় দুর্ঘটনায় এক চীনা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে এক বাংলাদেশি শ্রমিক।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সান জিংসেন তার পাসপোর্ট আইডি নং ই ৭০৩৬২৮২০ এবং অহত বাংলাদেশি শ্রমিক পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির মনছুর রহমানের ছেলে রেজাউল ইসলাম।

সম্পর্কিত খবর

    কয়লা খনিতে কর্মরত শ্রমিকরা জানান, ভোরে খনির উপরিভাগে সার্ফেস্কে কয়লার বেল্ডে হঠাৎ পাথর আটকে গেলে বেল্ট বন্ধ হয়ে গেলে ঐ পাথর সরাতে গিয়ে বাংকারের নিচে চাপা পড়ে। এ সময় চাপা পড়ে এক চাইনিজ ও এক বাংলাদেশি শ্রমিক। এতে চাইনিজ শ্রমিক সান জিংসেন মারা যায়। আহত অবস্থায় বাংলাদেশি শ্রমিক রেজাউল ইসলামকে বড়পুকুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

    বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close