• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রৌমারীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫২
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ক্ষতিগ্রস্ত, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রৌমারী, কুড়িগ্রাম বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচী আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১৯শত চল্লিশ জন ক্ষতিগ্রস্ত, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে উন্নত জাতের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, তিল, মুগ, মাসকালাই, বিটি বেগুনের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধান, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শায়খুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ।

/পি.এস

কুড়িগ্রাম,কৃষক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close