• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক আহত, গ্রেফতার ১

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৫:৩১
ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক মনির হোসেন (২৮) গুরুতর আহত হয়। তার বাবার নাম সাইফুল ইসলাম এবং বাড়ী পৌর শহরের কালীপুর গ্রামে।

সোমবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টায় ভৈরব শহরের লক্ষীপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

সে আহত হওয়ার পর প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ছিনতাইকারীরা তার শরীরে ৪টি ছুরিকাঘাত করায় তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের সদস্যরা জানায়।

এসময় স্থানীয় জনতা শাহীন (২১) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে ব্রাক্ষণবাড়ীয়া সদর থানার ছাতিয়ান গ্রামের আবুল কাশেমের ছেলে।

ছিনতাইয়ের ঘটনায় আহত মনিরের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে তিন ছিনতাইকারীকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা করে। মামলার অন্যান্য আসামিরা হলেন শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার ফরহাদ (২৫) ও পঞ্চবটি এলাকার আবুল কাশেম। গ্রেফতারকৃত শাহীনকে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

/পি.এস

ভৈরব,গ্রেফতার,ছিনতাই

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close