• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কুমিল্লায় পুত্রবধূর হাতে শাশুড়ী খুন

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৮:০৪ | আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৮:০৮
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে ফাতেমা আক্তার (৫৫) নামে এক শাশুড়িকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই পুত্রবধূ হালিমা বেগম।

রোববার (২১ অক্টোবর) রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর হালিমা পালিয়ে গেলেও রাতেই পুলিশ তাঁর মা খুকি বেগম এবং ভাই মজিবরকে আটক করে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পেন্নাই গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগম ছেলে আঃ আলীকে প্রায় ৮ বছর আগে পারিবারিক ভাবে পাশের বাড়ীর রশিদ মিয়ার মেয়ে হালিমা বেগমকে বিয়ে করান। ভালই চলছিল তাদের সংসার। শাশুড়ি ফাতেমা বেগম অসুস্থ্য হওয়ার পর বাপের বাড়ী চলে যায় পুত্রবধূ হালিমা বেগম। এর পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। সকালে এ কলহ মীমাংসার জন্য সোমবার সামাজিকভাবে বসার কথা ছিল বলে নিহতের ছেলে আঃ আলী জানান। কিন্তু তার আগেই রবিবার রাতে আঃ আলীর স্ত্রী ও শাশুড়িসহ ৫/৬ লোক হামলা করে ফাতেমা বেগমকে এলাপাতারি বিল ঘুষি ও ইট দিয়ে আহত করে । এলাকাবাসী আহতবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুন নুর ও উপ-পরিদর্শক শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুন নুর জানান, এ ঘটনায় খুকি বেগম ও মুজিবর নামে দু’জনকে আটক করা হয়েছে। পুত্রবধূ হালিমা আক্তার পালিয়ে গেলেও তাকে ধরার অভিযান চলছে।

ওএফ

কুমিল্লা,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close