• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৮, ২০:০৩
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতরে ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। তবে তিনি ওই হাইটেক সিটির নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

শনিবার (২০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে গেটকিপার সুত্রে জানা গেছে, ওই শ্রমিক গতকাল শনিবার সকালের খাবার খেয়ে কাজের উদ্দ্যেশে রেললাইনের ওপর দিয়ে বঙ্গবন্ধু হাইটেক সিটির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে তিনি সকাল পৌনে ১১টার দিকে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ওই হাইটেক সিটির ভিতরে পৌছলে রাজশাহীগামী রংপুর এক্সপ্রেসের একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশের খন্ডবিখন্ড টুকরো কয়েকটি স্থানে পড়ে থাকলেও বেলা সাড়ে ৩টার পর্যন্ত ওই লাশ উদ্ধার করেনি রেলওয়ে পুলিশ। তার বয়স আনুমানিক ২৭ বছর। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তিনি বঙ্গবন্ধু হাইটেক সিটির নির্মাণ শ্রমিক বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে কমলাপুর রেলওয়ে থানার ওসির মোবাইলে ফোন দিলেও তিনি ধরেননি।

তবে ওই এলাকার দায়িত্বে থাকা রেলওয়ের মেট মো. কোবাদ হোসেন জানান, সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ে থানায় জানানো হয়েছে। তবে পুলিশ এখনো লাশ উদ্ধার করতে আসেনি। এছাড়া নিহত ব্যক্তি হাইটেক সিটির শ্রমিক বলে শুনেছি। তবে তার পরিচয় জানা যায়নি।

গাজীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close