• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৮, ১২:৫৮
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঢাকা-গফরগাঁও রেলপথের মশাখালী স্টেশন ইয়ার্ড এলাকায় শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ট্রেনের নীচে কাটা পড়ে আনুমনিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশন ছেড়ে ঢাকা যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মশাখালী রেল স্টেশন ইয়ার্ডে পৌঁছায়। এ সময় উক্ত ব্যক্তি ট্রেনের সামনে দিয়ে রেল লাইন পার হতে গিয়ে ওই ট্রেনের নিচে পড়ে দুঘর্টনায় পতিত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, ওই ব্যক্তি মশাখালী স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি মশাখালী স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি দেয়। নিহত ব্যক্তি ট্রেন থেকে নেমে রেললাইন পার হয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থিত হোটেল থেকে খাবার কেনেন। ফেরার সময় এই দুঘর্টনায় পতিত হন।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল্লাহ বলেন, এখন পর্যন্ত নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/পি.এস

গফরগাঁও,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close