• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক যুগ পার হলেও মেলেনি প্রিয়ার প্রতিবন্ধী ভাতা

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১০:১৬ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১০:২০
বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড এর অন্তরভুক্ত পিরহাটি গ্রামের শাহ পাড়ার অতস সাহা এর প্রথম সন্তান প্রিয়া সাহা। প্রতিবন্ধী জীবনের বারো বছর পার হয়ে গেলেও মেলেনি একটি প্রিয়ার প্রতিবন্ধী ভাতা কার্ড।

প্রিয়ার পরিবার জানান, প্রিয়ার জন্মের তিন মাসের মাথাই ডাক্তারের ভুল চিকিৎসায় শারীরিক প্রতিবন্ধী হয় প্রিয়া। প্রিয়াকে নিয়ে তারা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরেছে কিন্তু কোন ডাক্তার প্রিয়াকে সুস্থ করতে পারিনি।

সম্পর্কিত খবর

    সরেজমিনে দেখা যায়, প্রিয়া দু পায়ে ভর করে হাটতে পারে না এবং সে শ্রবণ প্রতিবন্ধী। নিজের কাজতো দুরের কথা সে একা একা খেতেও পারে না ।

    প্রিয়ার মা বলেন, একটি প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য সব মেম্বার চেয়ারম্যান এর কাছে গেছি কিন্তু তারা শুধু আসসাস দিয়ে যায়। কিন্তু পরে তারা আর কোন কার্ড দেয়না। এজন্য এখন আমরা আর কোন চেয়ারম্যান মেম্বার এর কাছে যায় না।

    প্রিয়া বাবা অতস সাহা বলেন, ভোটের সময় হলে আমাদের কাছে এসে মাটি নিয়ে কসম করে বলেছে যে আমি নির্বাচিত হলে তোমার মেয়ের জন্য একটা কার্ড করে দিবো কিন্তু ভোট পার হয়ে গেলে কেউ আমাকে কোন কার্ড দেয়না উপরন্ত আমার থেকে প্রতিবন্ধী কার্ডের জন্য টাকা চেয়ে বসে।

    প্রতিবন্ধী প্রিয়ার জন্য কোন প্রতিবন্ধী ভাতা বরাদ্দ হবে কিনা এমন প্রশ্নের জবাবে মথুরাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মো:শাফি শেখ জানান, আমি তার সাথে দেখা করেছি। আমার কাছে প্রতিবন্ধী কার্ড আসলে তাকে দেওয়ার ব্যবস্থা করব।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close