• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজশাহীতে দুই পক্ষের গোলাগুলিতে ‘জার্মান’ গুলিবিদ্ধ

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১১:৪১
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে জার্মান (৩৫) নামের একজন মাদকব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। সে রাজশাহী মহানগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার আবুল কাশেমের ছেলে।

নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে নগরীর মতিহার থানার চরশ্যামপুর বালুঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।

ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জার্মানকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৬) নামের অপর এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি নগরীর মির্জাপুর সুরাপানের মোড়ের ইমারত হাজির ছেলে। ঘটনাস্থল থেকে ১০৪ বোতল ফেন্সিডিল, দুটি হাসুয়া এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

নগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গুলিবিদ্ধ জার্মানের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। ডিবি পুলিশ পেটানোর মামলারও আসামি সে। উল্লেখ্য, এ মামলার আরেক আসামি আলমগীর হোসেন আলো গত ৭ অক্টোবর ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। তার বিরুদ্ধে ১টি মামলা ছিল।

/পি.এস

রাজশাহী,গোলাগুলি,গুলিবিদ্ধ,বন্দুকযুদ্ধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close