• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ঘুষের জন্য আ.লীগ নেতাকে হত্যার অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৬:৪২ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:২৪
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ঘুষের দাবিতে ইউপি সদস্যকে নির্যাতন করে হত্যার অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে (৫)২ ধারায় মামলা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার লেশপ্রতাপ গ্রামের নিহত ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল অঞ্চলকে তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় এসআই দেলোয়ার ছাড়াও আরো ৭ জনকে আসামী করা হয়।

নিহতের স্ত্রী ও মামলার বাদি নাজমা বেগমের অভিযোগ, তার স্বামীকে একটি মিথ্যা মামলায় গ্রেফতাররের ভয় দেখিয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এক লাখ টাকা দাবি করে ২৫ হাজার টাকা নিয়েছেন। এর পরও এসআই দেলোয়ার বাকি টাকার জন্য আমার স্বামীকে তার বাসায় ডেকে নিয়ে নির্মম ভাবে পিটিয়ে পাঁ ভেঙ্গে হাসপাতালে ভর্তি করান। মিথ্যা মামলায় ঘুষের টাকা নিয়েও স্বামীকে নির্যাতনে হত্যা এবং সন্তানদের এতিম করার জন্য এসআই দেলোয়ারের বিচার দাবি করেন নিহতের স্ত্রী নাজমা বেগম।

বাদির আইনজীবি মনিক আচার্য্য জানান, বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের এক ব্যবসায়ী স্থানীয় ইউপি সদস্য ও খলিলুর রহমান মন্টুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এসআই দেলোয়ার হোসেন ইউপি সদস্য মন্টুর কাছে গত ১৪ সেপ্টেম্বর একলাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় খলিলুর রহমান মন্টুকে বেদম মারধর করেন ওই এসআই। এতে তাঁর একটি পা ভেঙে যায়। এ অবস্থায় তাকে গ্রেফতার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারা শাখায় ভর্তি করা হয়। গত ৩ অক্টোবর হাসপাতালের কারা শাখায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ওই ইউপি সদস্য।

তবে নির্যাতনে পাঁ ভাঙ্গার বিষয়টি অস্বিকার করে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, তার বিরেুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত। নিহত ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা থাকায় তাকে গ্রেফতার করতে গেলে সে (ইউপি সদস্য) রিক্সা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁ ভেঙ্গে যায় বলে জানান এসআই দেলোয়ার হোসেন।

ওএফ

ঘুষ,হত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close