• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৫
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ ভাবে সরকারি হালট বন্দোবস্ত নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অভিজিৎ সাহা কুড়ি নামে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। হালটটি জনসাধারণের চলাচলের সুবিধার্থে দ্রুত উম্মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের মো: ইয়াসিন শেখ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের ওষুধ ব্যবসায়ী অজিত কুমার সাহা তার পেশার তথ্য গোপন করে তার পৈতৃক ভিটা লাগোয়া জনসাধরণের চলাচলের ১২ শতাংশ জমি ভূমিহীন হিসেবে শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্ত নেন। পরে সেখানে তিনতলা ভবনের ফাউন্ডেশন করে একতলা মার্কেট নির্মাণ করে। বর্তমানে ওই ভবনে অভিজিৎ সাহা ও সত্যজিৎ সাহা বেঙ্গল মেডিকেল হল নামে ওষুধ-ব্যবসা পরিচালনা করছেন। ওই হালট বন্ধ করার কারণে সাধারণ মানুষ মসজিদ ও সরকারি পুকুরে যাতায়াত করতে পারছে না। এত করে সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েছে।

অভিযোগের বিষয়ে অভিজিৎ সাহা কুড়ি বলেন, তারা দুই ভাই তাদের বাবার রেখে যাওয়া ব্যবসা পরিচালনা করছেন। ওই জমি নেয়ার সময় তিনি কোনো অনিয়ম করেনি। এছাড়া বিআরএস রেকর্ডে এ জমি তাদের বাবার নামেই রয়েছে।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে মিথ্যা হয়রানি করার জন্য এ জমি নিয়ে নানা চক্রান্ত করছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ওএফ

সরকারি জমি,ভবন নির্মাণের অভিযোগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close