• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত নাগরিকের লাশ হস্তান্তর

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৩ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর গুলিবিদ্ধ হয়ে নিহত এক ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুলহাস আলী মৃধা ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রনি সাহার নিকট লাশ হস্তান্তর করেন। নিহত ব্যক্তি হলেন পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার শোভাপুর পারদেওনাপুর ক্যাম্পপাড়া গ্রামের মো.জোহাকের ছেলে মতিউর রহমান (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে গুলিবিদ্ধ অবস্থায় মতিউর রহমান শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। পরে গত সোমবার দিবাগত রাত ১টায় (২৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। তার লাশ হস্তান্তরের জন্য ভারতের ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের সাথে যোগাযোগ করা হলে দৌলতপুর বিএসএফ ক্যাম্প ও শিংনগর বিজিবি ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ওএফ

লাশ,ভারত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close