• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কুষ্টিয়ায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০
কু‌ষ্টিয়া প্র‌তি‌নি‌ধি

কুষ্টিয়ায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (২৫ সে‌প্টেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই মেয়ে শিশু দুটির জন্ম হয়।

তবে শিশু দুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ত‌বে প্রসূতি মা আরিফা খাতুন সুস্থ রয়েছেন। জোড়া লাগানো শিশু দুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকলেও দুজনের শরীরে একটি মাত্র হৃদপিন্ড ও একটি লিভার রয়েছে।

সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. তরুন কান্তি ঘোষের তত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। ডা. তরুন কান্তি ঘোষ বলেন, প্রায় এক মাস আগে জেলার কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের আবু তালেবের গর্ভবতী স্ত্রী আরিফা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসেন আল্ট্রাসনোগ্রাফি করতে। টেষ্ট করার পর দেখা যায়, আরিফার পেটে জোড়া লাগানো যমজ শিশু রয়েছে। পরে আরো পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, শিশু দুটির শরীরে একটি মাত্র হৃদপিন্ড ও লিভার রয়েছে। তা‌দের নি‌বিড় প‌রিচর্যায় রাখা হ‌য়ে‌ছে। শিশু দু‌টির অবস্থা অাশংকাজনক।

/পি.এস

কু‌ষ্টিয়া,যমজ,শিশু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close