• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ফরিদপুরে ১৪৪ ধারা জারি

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০০
ফরিদপুর প্রতিনিধি

জেলার চরভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দুটি পৃথক সভা আহবান করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টা হতে ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারির ঘোষণা দুটি মাইকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে প্রচার করা হয়। ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চেীধুরী নিক্সন হাজি ডাঙ্গী স: প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেল ৩টায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তার অফিসিয়াল সফরের সূচীতে উল্লেখ করেন।

পাশাপাশি একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কাউসার (কাজী জাফরুল্লাহ গ্রুপের) এর বাড়ীর উঠানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে কর্মী সভার ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ফরিদপুর-৪ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচন করে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্যাহ’র মতো জাদরেল নেতাকে হারিয়ে চমক দেখান। তখন থেকেই সুত্রপাত হয় দ্বন্দ্বের। দুটি সভা দুই গ্রুপের হওয়ায় স্থানীয় জনতার মঝে আতঙ্ক বিরাজ করছে।

দুটি স্থানের দূরত্ব ১৫০ গজের মত বিধায় শৃঙ্খলা ভঙ্গের আশংকায় ১৪৪ ধারা জারি করে কোন প্রকার সভা সমাবেশ করতে নিষেধাজ্ঞা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্বল্প পরিসরে পাশাপাশি দুটি জনসভা ডাকায় একে অপরকে উস্কানি মুলক বক্তব্য প্রদান করতে পারে। যা হতে বিবাদ সৃষ্টি হয়ে শান্তি ভঙ্গ হতে পারে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/পি.এস

ফরিদপুর,সংঘর্ষ,আ. লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close