• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

অপহরণের সাত দিন পর ঢাকায় স্কুল ছাত্রী উদ্ধার

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৬
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অপহরণের সাত দিন পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। থানা ও অপহৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরমছলন্দ কোনাপাড়া গ্রামের এরশাদ মিয়ার মেয়ে ও চরমছলন্দ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুমানা আক্তার (১২) গত শনিবার(১৫ সেপ্টেম্বর)সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী চরমছলন্দ টুমপাড়া গ্রামের মোছলেহ উদ্দিনের বখাটে ছেলে আসাদুল তাকে অপহরণ করে।

অপহরণের ৭ দিন পর ঘটনার পরদিন রুমানার মা মিনারা খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অপরহণ মামলা দায়ের করেন। থানা পুলিশ আসাদুলের মোবাইল নম্বর ট্যাগ করে তার অবস্থান নিশ্চিত হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গফরগাঁও থানার এসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্স ও রুমানার স্বজনদের নিয়ে ঢাকার বাউনিয়া তুরাগপাড়া এলাকায় অপহরণকারী আসাদুলের ভগ্নিপতি শফিকুলের বাসা থেকে রুমানাকে উদ্ধার করেন। এ সময় পুলিশ আসাদুলকেও গ্রেফতার করে।

গফরগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক এমদাদুল হক জানান উদ্ধার করা মেয়েটিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসাদুলকে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।

ওএফ

অপহরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close