• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮
জামালপুর সংবাদদাতা

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। বাহাদুরাবাদ পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পানি চারপাশে ছড়িয়ে ইসলামপুর,দেওয়ানগঞ্জ,মেলান্দহ,মাদারগঞ্জ ও বকসীগঞ্জের নিন্মাঞ্চলের ৬০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ৩ হাজার ২’শ ৯০ হেক্টর রোপা আমন, ১’শ ২০ হেক্টর মরিচ, ১’শ ৯৫ হেক্টর সবজি ও ৫০ হেক্টর শসার ক্ষেত বলে জানিয়েছে কৃষিবিভাগ।

শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ৪৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করেছে স্থানীয় শিক্ষা বিভাগ।

পানি কমতে শুরু করলেও নিন্মাঞ্চলের মানুষের দুর্ভোগ কমেনি। গো-খাদ্যের সংকটের মুখে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা।

জামালপুর পানি উন্নয়নের বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৯ দশমিক ৫৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমানার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

ইসলামপুরের থানা নির্বাহী কর্মকর্তাকে (টিএনও) মিজানুর রহমান বলেন, ‘এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা ত্রাণসামগ্রী দিতে শুরু করিনি। তবে দুর্যোগ মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত।

জামালপুর,বন্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close