• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে দুই যুবকের মৃত্যু

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলায় খালে ও নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০সেস্টেম্বর) দুপুরে দেড়টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের মৃত.গোলাম মর্তূজার ছেলে ডালিম মিয়া (২৩) ও শিবগঞ্জ কানসাট গোপালনগর মোড় এলাকার মৃত.চান্দ মোহম্মদের ছেলে পলাশ (৩৫)।

স্থানীয়রা ও ভোলাহাট থানার উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম জানান, দুপুরে বাড়ির নিকটে বারমাসিয়া দাড়ায় (খালে) গোসল করতে নেমে ডুবে যান ডালিম। পরে স্থানীয়রা পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই থানায় জিডি করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান উপপরিদর্শক রফিক।

অপরদিকে শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার লীডার গুলজার রহমান ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুপুর পৌনে বারটার দিকে শিবগঞ্জের উমরপুরে পাগলা নদী পারাপারের সময় নৌকা থেকে নদীতে পড়ে যান রাজমিস্ত্রী পলাশ।

এ সময় মাঝি ছাড়া তিনি নৌকায় একাই ছিলেন। ঘটনা টের পেয়ে দ্রুত স্থানীয়রা নদী থেকে পলাশের মরদেহ উদ্ধার করে। পুলিশ আবেদনের প্রেক্ষিতে থানায় অপমৃত্যু মামলা করে মরদেহ মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করে বলেও জানান উপপরিদর্শক রেজাউল।

চাঁপাইনবাবগঞ্জ,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close