• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বগুড়ায় জামায়াতের নায়েবে আমীরসহ গ্রেফতার ৯

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:১১
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় পৃথক অভিযান চালিয়ে সোনাতলা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জামায়াতের নায়েবে আমীর এনামুল হক মন্ডলসহ (৬০) ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নন্দীগ্রাম উপজেলায় আটক আট জনকে থানা পুলিশ আদালতে প্রেরণ করেছে।

বগুড়ার সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এনামুল হক মন্ডলকে গ্রেপ্তার করা হয়। শনিবার উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলাটি শনিবার দায়ের করেন মধুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গারামারা গ্রামের জাহাঙ্গীর আলম সরকারের ছেলে জাহিদ হাসান। এ মামলায় ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডলসহ ১৪ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগ অফিসে ককটেল হামলার মামলার বিজরুল গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আব্দুল বারিককে (৩১) গ্রেপ্তার করা হয়। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানামুলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

-একে

গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close