• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাইবান্ধায় ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৮
গাইবান্ধা প্রতিনিধি

প্রস্তাবিত সড়ক পরিবহণ আইন ২০১৮ প্রণয়ণের প্রতিবাদে গাইবান্ধা জেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ (কোচ) ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন চালক-শ্রমিকরা। রবিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় চালক-শ্রমিকরা।

এদিকে, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে গাইবান্ধা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস ও অভ্যন্তরীন রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা। রবিবার দুপুরে গাইবান্ধা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোন প্রকারর বাস চলাচল করছেনা। সকল প্রকার বাসগুলো সাড়িবদ্ধ করে রাখা হয়েছে। চালক-শ্রমিক অনেকেই অলস সময় পার করছেন।

সকাল থেকেই দুপুর পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন। অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়েও বিফল হয়ে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ বিকল্প পথে রওনা হচ্ছেন গন্তব্যর উদ্দেশ্যে। এরেন্ডাবারী চর থেকে আসা নাজমা বেগম বলেন, ঢাকায় যাওয়ার জন্য সকালে বাস টার্মিনালে আসেন। কিন্তু বাস চলাচল না করায় ঢাকায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এখন অন্য কোন বিকল্প পথে যাওয়া সম্ভব কিনা তাও জানেন না।

ব্যবসায়ী দেলোযার হোসেন জানান, বাস চলাচল না করায় তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এখন কখন কোন সময় বাস চলাচল শুরু হবে তা অনিশ্চিত।

গাইবান্ধা,চলাচল বন্ধ,ভোগান্তি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close