• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাভার্ডভ্যান চাপায় সাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ০৯:১৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান চাপায় আজহার হোসেন (৪৫) নামে এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর এর প্রতিবাদে নিহতের স্বজনরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাসড়ক অবরোধের কোন ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আজহার হোসেন তার বাই সাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা থেকে কান্দাইল এলাকায় তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পুরিন্দা এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আজহার নরসিংদীর মাধবদী থানার কান্দাইলের আমদিয়া এলাকার সামসুল হকের ছেলে।

এ খবর নিহতের আত্মীয়-স্বজনের মাঝে ছড়িয়ে পড়লে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন জানান, ঘটনার পর আত্মীয়-স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছে। ঘাতক কাভার্ডভ্যানটি মাদবদীতে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় কোন কেউ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেনি।

/পি.এস

নারায়ণগঞ্জ,নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close