• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টিকিট কালোবাজারির সময় হাতেনাতে আটক, অতপর...

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১৭:৪৫
টাঙ্গাইল প্রতিনিধি

ঈদ যাত্রার টিকিট কালোবাজারির অভিযোগে টাঙ্গাইলে বুকিং মাস্টারসহ দুইজনকে হাতেনাতে আটক করা হলেও মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এরা হলেন ঘারিন্দা রেল স্টেশনের বুকিং মাস্টার হান্নান সরকার এবং পয়েজম্যান জিল্লুর রহমান।

জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাষ্ট্রের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘারিন্দা রেলস্টেশনের ভিতরে অভিযান চালায়। এ সময় ঈদ যাত্রার টিকিট কালোবাজারির সময় হাতে নাতে স্টেশনের বুকিং মাস্টার এবং এক কর্মচারীকে আটক করা হয়। পরে তাদেরকে মুচলেখা দিয়ে ছেড়ে দিয়ে স্টেশনের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন ধরে ঈদ মৌসুমসহ বিভিন্ন সময়ে টিকিট কালোবাজারি করে আসছিল একটি চক্র। আটককৃতরা সেই চক্রের সক্রিয় সদস্য বলেও জানা গেছে। তারা ১১৫ টাকার টিকিট ২০০-২৫০ টাকা বা তার থেকে বেশি দামে কালোবাজারী করতো।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে সাথে সাথেই পয়েজম্যান জিল্লুর রহমানকে ঢাকা হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে। এ ছাড়া স্টেশনের বুকিং মাস্টার হান্নান সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তবে কালোবাজারে টিকিট বিক্রির বিষয়টি অস্বীকার করেন তিনি।

ওএফ

গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close