• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১২:১৬
পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক পনোমারেভ ইগোর মিখাইলোভিচ (৬৯) মারা গেছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে অসুস্থ্য জনিত কারণে তার মৃত্যু হয়।

তার পাসপোর্ট নং-জটঝ-৫৩-০৭৫৯২০০, জটঝঝওঅ । তিনি রসাটমের ঠিকাদারী প্রতিষ্ঠান অর্গানষ্ট্রয় এক্সপোর্টে ভূতত্ত্ববিদ হিসেবে কর্মরত ছিলেন। ইগোর মিখাইলোভিচ ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া এলাকায় কফিল উদ্দিন হাউজের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার আগে হঠাৎ করেই ওই বর্ষিয়াণ ভূতত্ত্ববিদ শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ্য হন। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে পাবনা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, রাশিয়ান এই নাগরিকের শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু হওয়ায় তার মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। ঢাকা থেকে মরদেহ রাশিয়ায় পাঠানোসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/পি.এস

পাবনা,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close