• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝালকাঠিতে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিল্পমন্ত্রী

প্রকাশ:  ১১ আগস্ট ২০১৮, ১৭:০১
ঝালকাঠি প্রতিনিধি

১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে ঝালকাঠি সদর হাসপাতাল। এরই মধ্যে শুরু হয়েছে মাটি ভরাটসহ অন্যান্য কাজ। শনিবার (১১ অাগস্ট) সকালে আনুষ্ঠনিক ভাবে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ে নির্মাণ করা হচ্ছে ৬ তলা ভবন। চলতি বছরের পহেলা জুলাই থেকে ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজের সময় নির্ধারণ করা হয়েছে। আধুনিক সব সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে ২৫০ শয্যার এ হাসপাতালটিতে।

এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সকালে হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় মন্ত্রী বলেন, বিগত সরকারগুলো আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখেনি। তাই এখন আওয়ামী সরকারের পরিকল্পনা অনুযায়ি জেলায় জেলায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হলেও ঝালকাঠিতে ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে। তবে আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ঝালকাঠি সদর হাসপাতালটিও ৫০০ শয্যায় উন্নীত হবে বলে প্রতিশ্রুতি দেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বক্তব্য করেন। স্বাস্থ্য বিভাগসহ বিভিন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

/পি.এস

ঝালকাঠি,হাসপাতাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close