• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

রাবিতে বিদেশি গবেষককে শিক্ষার্থীর মারধর

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১৯:৩৭
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদেশি গবেষককে মারধর করেছে আরেক বিদেশি শিক্ষার্থী।

বুধবার (৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গবেষক।

মারধরের শিকার গবেষকের নাম ডোমেন জোসেফ। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধীনে পিএইচডি গবেষণা করছেন। অপরদিকে, মারধরকারী নেপালের শিক্ষার্থী রুপোষ কুমার মিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়- মঙ্গলবার রাতে ডরমিটরির ডাইনিংয়ে খাওয়ার সময় অযথা উচ্চস্বরে কথা বলছিল রুপোষ। তখন জোসেফ তাকে জোরে কথা বলতে নিষেধ করেন। কিন্তু সে তা না শুনে আরও জোরে জোরে কথা-বার্তা বলতে থাকে।

বুধবার সকালেও সে নাস্তা করার সময় উচ্চ স্বরে কথা বলতে শুরু করে। জোসেফ ফের তাকে নিষেধ করলে সে উত্তেজিত হয়ে পানির জগ দিয়ে মাথায় আঘাত করে। এতে জোসেফের মাথা কেটে যায়। অভিযোগে জোসেফ নিজেকে নিরাপত্তার জন্য অন্য স্থানে স্থানান্তরেরও আবেদন করেন।

জানতে চাইলে রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ঘটনা জানার পর সেখানে দুই জন সহকারী প্রক্টর গিয়েছিল। তারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে জোসেফ আমাকে একটি লিখিত অভিযোগ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ওএফ

রাবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close