• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জামালপুর তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ০৯:৪৫
জামালপুর প্রতিনিধি

তীব্র গরমে জামালপুর সদরআলাসহ বিভিন্ন উপজেলায় জনজীবন অচল হওয়ার উপক্রম। জামালপুরে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি- জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষাকাল চললেও জামালপুরে বৃষ্টি এবার কম। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে একটু বেশিই গরম অনুভূত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

তীব্র গরমে দেখা দিয়েছে নানা ধরনের শারীরিক সমস্যা। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।একটু ছাঁয়া খুঁজতে শহরের বিভিন্ন স্থানে গাছের নিচে নিয়েছেন সাময়িক আশ্রয়, আবার অনেককে দেখা গেছে প্রচন্ড গরমে পুকুর বা জলাশয়ে সাঁতার কাটতে। অনেকে ছাতা নিয়ে ছুটেছেন নিজ প্রয়োজনে।

হঠাৎ গরমে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে ভিড় করেন শরবত ও কোমল পানীয়র দোকানে। তীব্র গরমে বেড়ে গেছে ডাবের দাম।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়ায় একটু বেশিই গরম অনুভূত হচ্ছে এবার। দু-একদিনের মধ্যে তাপমাত্রা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ওএফ

গরম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close