• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

তিন ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ২০:২৫
মৌলভীবাজার প্রতিনিধি

সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ তিন ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল সচল হয়।

এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত মাইজগাঁও স্টেশনে এবং সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বলেন-'বরমচাল স্টেশনের পাশে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন নিয়ে ৬টার দিকে তেলবাহী ট্রেনটি উদ্ধার করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

ওএফ

সচল,ট্রেন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close